menu-iconlogo
huatong
huatong
avatar

Eki Rim Jhim Jhim Jhim Brishti

Banakusumhuatong
LoveDropshuatong
Letra
Gravações
একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে

একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে

আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।

আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।

একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে

একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে

পূব আকাশে এইতো এখনরোদের খেলা ছিল

তোমার আসার খবর পেয়েএমন কি যে হলো।

পূব আকাশে এইতো এখনরোদের খেলা ছিল

তোমার আসার খবর পেয়েএমন কি যে হলো।

শ্রাবণের বারিধারা এল অসময়ে।

আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।

আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।

একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে

একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে

মেঘে মেঘে পেরিয়ে গেছে

পথ চলার এই বেলা

জীবনের সব পথে কি অপেক্ষারই খালি খেলা

মেঘে মেঘে পেরিয়ে গেছে

পথ চলার এই বেলা

জীবনের সব পথে কি অপেক্ষারই খালি খেলা

বিরহের এই যে ভেলা যাব কত বেয়ে।

আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।

আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।

একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে

একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে

আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।

আমি আকুল হয়ে বসে আছি তোমার পথ চেয়ে।

একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে

একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে

একি রিম ঝিমঝিম রিমঝিম ঝিম বৃষ্টি এলো নীল আকাশ ছেয়ে

Mais de Banakusum

Ver todaslogo

Você Pode Gostar