menu-iconlogo
huatong
huatong
banakusum-o-amar-bangla-ma-cover-image

O Amar Bangla Ma

Banakusumhuatong
LoveDropshuatong
Letra
Gravações
ও আমার বাংলা মা তোর

আকুল করা রূপের সুধায়

হৃদয় আমার যায় জুড়িয়ে

যায় জুড়িয়ে

ও আমার বাংলা মা তোর

আকুল করা রূপের সুধায়

হৃদয় আমার যায় জুড়িয়ে

যায় জুড়িয়ে

ও আমার বাংলা মা গো

ফাগুনে তোর কৃষ্ণচূড়া

পলাশ বনে কিসের হাসি

ফাগুনে তোর কৃষ্ণচূড়া

পলাশ বনে কিসের হাসি

চৈতী রাতের উদাস সুরে

রাখাল বাজায় বাঁশের বাঁশি

ও আমার বাংলা মা তোর

আকুল করা রূপের সুধায়

হৃদয় আমার যায় জুড়িয়ে

যায় জুড়িয়ে

ও আমার বাংলা মা গো

নিলাম্বরী শাড়ী পড়ে

শরৎ আসে ভাদর মাসে

অঘ্রানে তোর ভরা ক্ষেতে

সোনা রঙের ফসল হাসে

রিক্ত চাষীর কুঁড়ে ঘরে

দিস মা গো তুই আঁচল ভরে

রিক্ত চাষীর কুঁড়ে ঘরে

দিস মা গো তুই আঁচল ভরে

পৌষ পাবনে নবান্ন ধান

আপন হাতে উজাড় করে

ও আমার বাংলা মা তোর

আকুল করা রূপের সুধায়

হৃদয় আমার যায় জুড়িয়ে

যায় জুড়িয়ে

ও আমার বাংলা মা তোর

আকুল করা রূপের সুধায়

হৃদয় আমার যায় জুড়িয়ে

যায় জুড়িয়ে

ও আমার বাংলা মা গো

Mais de Banakusum

Ver todaslogo

Você Pode Gostar