menu-iconlogo
huatong
huatong
avatar

Amar ontoray amar kolijay

Bangla Folk songhuatong
🌴🌴shydurrahman🌴🌴huatong
Letra
Gravações
মারিয়া ভুজঙ্গ তীর

কলিজা করিলো চৌচির

কেমনে শিকারী তীর মারিলো গো

বিষ মাখিয়া তীরের মুখে

মারিলো তীর আমার বুকে

আরে দেহ থুইয়া প্রানটি লইয়া যায়

প্রেম শেল বিন্ধিলো বুকে

প্রেম শেল বিন্ধিলো বুকে

মরি হায় হায়

আমার অন্তরায় আমার কলিজায়

আমার অন্তরায় আমার কলিজায়

প্রেম শেল বিন্ধিলো বুকে

প্রেম শেল বিন্ধিলো বুকে

মরি হায় হায়

আমার অন্তরায় আমার কলিজায়

আমার অন্তরায় আমার কলিজায়

Arranged by Shydur Rahman

প্রথমও পীরিতের বেলা

আমারে পাইয়া অবলা

প্রেম শিখায়া কেন ছাইড়া গেলো গো

প্রথমও পীরিতের বেলা

আমারে পাইয়া অবলা

প্রেম শিখায়া কেন ছাইড়া গেলো গো

জ্বালাইলে যে প্রেমের আগুন

জল দিলে তা বাড়ে দ্বিগুন

জ্বালাইলে যে প্রেমের আগুন

জল দিলে তা বাড়ে দ্বিগুন

এখন আমি কি করি উপায়?

আমার অন্তরায় আমার কলিজায়

আমার অন্তরায় আমার কলিজায়

প্রেম শেল বিন্ধিলো বুকে

প্রেম শেল বিন্ধিলো বুকে

মরি হায় হায়

আমার অন্তরায় আমার কলিজায়

আমার অন্তরায় আমার কলিজায়

Arranged by Shydur Rahman

ইট কামলা ইট বানাইয়া ,

চৌদিকে ভাটা সাজাইয়া

মাঝখানে আগুন জ্বালাইয়া দিলো গো

ইট কামলা ইট বানাইয়া ,

চৌদিকে ভাটা সাজাইয়া

মাঝখানে আগুন জ্বালাইয়া দিলো গো

ভিতরে পুড়িয়া সারা, মাটি হয়া যায় আঙ্গারা

ভিতরে পুড়িয়া সারা, মাটি হয়া যায় আঙ্গারা

কেন এমন দশা হইল আমারো বেলায়

আমার অন্তরায় আমার কলিজায়

আমার অন্তরায় আমার কলিজায়

প্রেম শেল বিন্ধিলো বুকে

প্রেম শেল বিন্ধিলো বুকে

মরি হায় হায়

আমার অন্তরায় আমার কলিজায়

আমার অন্তরায় আমার কলিজায়

আমার অন্তরায় আমার কলিজায়

আমার অন্তরায় আমার কলিজায়

Mais de Bangla Folk song

Ver todaslogo

Você Pode Gostar

Amar ontoray amar kolijay de Bangla Folk song – Letras & Covers