menu-iconlogo
huatong
huatong
avatar

খ্রিস্টান হইলে কফিনে

Bangla Ganer Pakhihuatong
🐦Md★Azizul★Haque🔸🇧🇩huatong
Letra
Gravações
খ্রিস্টান হইলে কফিনে,

শিল্পী- মনির খান,

খ্রিস্টান হইলে কফিনে,

মুসলিম হইলে কাফনে,

হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই,,

ও মানব গৈরব করার

নাইরে কিছু নাই

ও মানব গৈরব করার

নাইরে কিছু নাই

খ্রিস্টান হইলে কফিনে,

মুসলিম হইলে কাফনে,

হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই,,

ও মানব গৈরব করার

নাইরে কিছু নাই

ও মানব দুই দিনের এই দুনিয়াতে

গৌরব করার নাইরে কিছু নাই

যতই সাজাও বাড়ি গাড়ি

এয়ার কন্ডিশন

সাড়ে তিন হাত মাটির বিছানা

হইবো রে আসন

ও তোর হইবো রে আসন।

ওও যতই সাজাও বাড়ি গাড়ি

এয়ার কন্ডিশন

সাড়ে তিন হাত মাটির বিছানা

হইবো রে আসন

ও তোর হইবো রে আসন।

সকাল যদি হইতে পারে,,,,

সকাল যদি হইতে পারে

সন্ধ্যাও আসবে ভাই

ও মানব গৈরব করার নাইরে কিছু নাই

ও মানব দুই দিনের এই দুনিয়াতে

গৌরব করার নাইরে কিছু নাই।

সময় তো আর নাইরে বেশি

দমের খেলা শেষ,

যাইতে হবে সেই ঠিকানায়

যেথায় আপন দেশ

ও তোর যেথায় আপন দেশ,

ও সময় তো আর নাইরে বেশি

দমের খেলা শেষ,

যাইতে হবে সেই ঠিকানায়

যেথায় আপন দেশ

ও তোর যেথায় আপন দেশ।

মানব তোমার থাকতে সময়,,,,,

মানব তোমার থাকতে সময়

হিসাব করো তাই

ও মানব গৈরব করার নাইরে কিছু নাই

ও মানব দুই দিনের এই দুনিয়াতে

গৌরব করার নাইরে কিছু নাই

খ্রিস্টান হইলে কফিনে,

মুসলিম হইলে কাফনে,

হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই,,

ও মানব গৈরব করার নাইরে কিছু নাই

ও মানব দুই দিনের এই দুনিয়াতে

গৌরব করার নাইরে কিছু নাই

Mais de Bangla Ganer Pakhi

Ver todaslogo

Você Pode Gostar