menu-iconlogo
huatong
huatong
bappa--cover-image

বাজি

Bappahuatong
Mᴏʜᴀsɪɴ_Ʀᴇᴢᴀ_σғιcιαℓhuatong
Letra
Gravações
তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

সম্ভাবনার এপিঠ-ওপিঠ, শেষ মুদ্রায় রাজী

কার ঘরে যায় করতালি পুড়ছে আলোর বাজি

তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

===================

কার ঘরে দান ছুটছে ঘোড়ায়

দেখো হৈ উল্লাসে গ্যালারী

পড়ছে ফেঁটে চিল-চিৎকার

মন জুয়ারীর বাড়ি

পাশার দান যাক না ঘুরে কালকে না হয় আজি

তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

===================

তুমি প্রথম বলিনা এমন, শেষ হতে পারো কি

তাই নিয়েছি শেষ বিকেলে, নিঃস্ব হওয়ার ঝুঁকি

শেষ বিকেলের একরোখা জেদ, আশার ঘরে বাঁচি

তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

সম্ভাবনার এপিঠ-ওপিঠ, শেষ মুদ্রায় রাজী

কার ঘরে যায় করতালি পুড়ছে আলোর বাজি

তুমি আমার বায়ান্ন তাস, শেষ দানেও আছি

তোমার নামে ধরেছি আমার সর্বস্ব বাজি

Mais de Bappa

Ver todaslogo

Você Pode Gostar