নষ্ট জীবন দিয়ে ....
কি আর আমি করবো
জীবন যদি বদল করা যেতো
ভাল জীবন হত আমার
ভাল জীবন হত
নষ্ট জীবন দিয়ে
কি আর আমি করবো
জীবন যদি বদল করা যেতো
ভাল জীবন হত আমার
ভাল জীবন হত
ও...মাতাল হয়ে থাকতে যদি
ভূলতে পারি জ্বালা
ক্ষনিক পড়ে দুঃখ বাড়ে
ভাঙ্গে রংগের মেল
ও...মাতাল হয়ে থাকতে যদি
ভূলতে পারি জ্বালা
ক্ষনিক পড়ে দুঃখ বাড়ে
ভাঙ্গে রংগের মেলা
দুঃখ ফিরে দিয়ে যদি সুখ পাওয়া যেত ও....
সুখের জীবন হত আমার
সুখের জীবন হত
ও.... নদীর কাছে গিয়ে যদি
বাধি নতুন ঘর
সব কিছু ভেঙ্গে যাবে কাল বৈশাখীর ঝড়
ও.... নদীর কাছে গিয়ে যদি
বাধি নতুন ঘর
সব কিছু ভেঙ্গে যাবে কাল বৈশাখীর ঝড়
আধার করে দিয়ে যদি চন্দ্র কেনা যেত ও...
পাপের জীবন যেত আমার
পাপের জীবন যেত
নষ্ট জীবন দিয়ে
কি আর আমি করবো
জীবন যদি বদল করা যেতো
ভাল জীবন হত আমার
ভাল জীবন হত
ভাল জীবন হত আমার
ভাল জীবন হত ও.......
ধন্যবাদ সবাইকে