menu-iconlogo
huatong
huatong
avatar

Sojoni Go Valobeshe Eto Jala

Bashir Ahmedhuatong
earlthecat1huatong
Letra
Gravações

সজনী গো....

ভালোবেসে এতো জ্বালা

কেন বলো না

ভালোবেসে এতো জ্বালা

কেন বলো না

দুটি আঁখি নেশা নেশা

মনে জাগে একি তৃষা

বুকেতে জ্বলে কামনা...

সজনী গো...

ভালোবেসে এতো জ্বালা

কেন বলো না

যতো তাঁরে কাছে ডাকি

সেতো ফিরে চায় না

এ হ্রদয়ে ধরে তবু সুখেরই বায়না

যতো তাঁরে কাছে ডাকি

সেতো ফিরে চায় না

এ হ্রদয়ে ধরে তবু সুখেরই বায়না

পারিনা বুঝাতে পিয়াসী এ রাতে

পারিনা বুঝাতে পিয়াসী এ রাতে

প্রিয়া বিনা ভালো লাগেনা

যতো ভাবি ভূলে যাবো

ভূলা তবু যায় না

মনে যে ছায়া ফেলে মনেরি আয়না

যতো ভাবি ভূলে যাবো

ভূলা তবু যায় না

মনে যে ছায়া ফেলে মনেরি আয়না

বিরহ রজনী কাটেনা সজনী

বিরহ রজনী কাটেনা সজনী

কি যে করি তুমি বলো না

তুমি বলো না

সজনী গো

ভালোবেসে এতো জ্বালা

কেন বলো না

দুটি আঁখি নেশা নেশা

মনে জাগে একি তৃষা

বুকেতে জ্বলে কামনা...

সজনী গো...

ভালোবেসে এতো জ্বালা

কেন বলো না

ভালোবেসে এতো জ্বালা

কেন বলো না

ধন্যবাদ সবাইকে

Mais de Bashir Ahmed

Ver todaslogo

Você Pode Gostar