menu-iconlogo
huatong
huatong
baul-sukumar-tui-duble-pore-roton-cover-image

tui duble pore roton

Baul Sukumarhuatong
snowball_icemanhuatong
Letra
Gravações
ও তুই ডুবলে পরে রতন পাবি,

ভাসলে পরে পাবিনা, পাবিনা

দিল দরিয়ার মাঝে দেখলাম,

আজব কারখানা।

দেহের মাঝে বাড়ি আছে

সেই বাড়িতে চোর ঢুকেছে,

আবার ছয়জনাতে সিদ কেটেছে

চুরি করে একজনা, একজনা।

দিল দরিয়ার মাঝে দেখলাম

আজব কারখানা রে,

দিল দরিয়ার মাঝে দেখলাম

আজব কারখানা।

দেহের মাঝে নদী আছে

সেই নদীতে নৌকা চলে,

আবার ছয়জনাতে দাড় টানিছে

হাল ধরেছে একজনা, একজনা।

দিল দরিয়ার মাঝে দেখলাম

আজব কারখানা রে,

দিল দরিয়ার মাঝে দেখলাম

আজব কারখানা।

দেহের মাঝে বাগান আছে

সেই বাগানে ফুল ফুটেছে,

ও তার সৌরভে জগত মেতেছে

লালনের মন মাতলোনা, মাতলোনা।

দিল দরিয়ার মাঝে দেখলাম

আজব কারখানা রে,

দিল দরিয়ার মাঝে দেখলাম

আজব কারখানা।

Mais de Baul Sukumar

Ver todaslogo

Você Pode Gostar