menu-iconlogo
huatong
huatong
bay-of-bengal-bishonnotar-gaan-cover-image

Bishonnotar Gaan

Bay of Bengalhuatong
st55balhuatong
Letra
Gravações
কেউ নেই আমার পাশে

বিষণ্ন দিন একা কাটে

যাই লিখি সব যেন একাকিত্বের রূপক

আমি নেই, আলো নেই, কিছু নেই

কিছু কালো গোলাপের

অশ্রু ভিজিয়ে দিয়ে যায় আমায়

আমায় কেউ দেখে না

রোদ ওঠে না আমার বিষণ্ন উপন্যাসে

রঙও নেই canvas-এ

আজ সবটুকু লিখে দিয়ে গেলাম আমার ধরণীকে

বিদায়ক্ষণে যা মনে আসে

কতদিন পর লেগেছে ঝড় আমার উঠোন-মনে

বিষণ্নতার গান শুনিয়ে

বৃত্তের মাঝখানে মন

সূর্যটা বৃত্তরেখায় ঘুরছে ভীষণ

হৃৎপিণ্ডে জমেছে মরীচিকা

আলো-আঁধারি আসে, মেঘে ভাসে

আর গ্রাস করে চারিপাশ

ওপাশে নিয়তি ফিকে হাসে

কিছু কালো গোলাপের

শুকনো পাপড়ি নিয়ে যায় আমায়

যেথায় কেউ থাকে না

রোদ ওঠে না আমার বিষণ্ন উপন্যাসে

রঙও নেই canvas-এ

আজ সবটুকু লিখে দিয়ে গেলাম আমার ধরণীকে

বিদায়ক্ষণে যা মনে আসে

কতদিন পর লেগেছে ঝড় আমার উঠোন-মনে

বিষণ্নতার গান শুনিয়ে

Mais de Bay of Bengal

Ver todaslogo

Você Pode Gostar