menu-iconlogo
huatong
huatong
avatar

Nishithe Jaiyo Phulo Bone

Bhoomihuatong
oneismissinhuatong
Letra
Gravações
নিশিতে যাইয়ো ফুলবনে ও ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুলবনে

নিশিতে যাইয়ো ফুলবনে ও ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুলবনে

জ্বালায়ে চাঁদের বাতি

জেগে রবো সারা রাতি গো

জ্বালায়ে চাঁদের বাতি

জেগে রবো সারা রাতি গো

আমি কবো কথা

আমি কবো কথা শিশিরের সনে রে ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুলবনে

নিশিতে যাইয়ো ফুলবনে রে ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুলবনে

নিশিতে যাইয়ো ফুলবনে রে ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুলবনে

যদিবা ঘুমায়ে পড়ি

স্বপনের পথ ধরি গো

ওরে যদিবা ঘুমায়ে পড়ি

স্বপনের পথ ধরি গো

তুমি নীরব চরণে

তুমি নীরব চরণে যাইয়ো রে ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুলবনে

নিশিতে যাইয়ো ফুলবনে ও ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুলবনে

নিশিতে যাইয়ো ফুলবনে ও ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুলবনে

আমার ডাল যেন ভাঙে না

আমার ফুল যেন ভাঙে না

ফুলের ঘুম যেন ভাঙে না

তুমি নীরব চরণে যাইয়ো ও ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুলবনে

নিশিতে যাইয়ো ফুলবনে ও ভ্রমরা

নিশিতে যাইয়ো ফুলবনে

নিশিতে যাইয়ো ফুলবনে

নিশিতে যাইয়ো ফুলবনে

Mais de Bhoomi

Ver todaslogo

Você Pode Gostar