menu-iconlogo
huatong
huatong
avatar

এই ফাগুনী প্রর্ণিমা রাতে

bhumihuatong
smc75460huatong
Letra
Gravações
যেন ঢাক আছে আর কাঠি নাই

তোরে ছাড়া আমার হালটা যে তাই

ভাবুক যা খুশি সবাই!

আজ ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

এই ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

দূর দেশে যাবো রে

বাসা বানাবো রে,

থাকবো দু'জনে এক সাথে,

এই ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

আজ ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে

হয়েছিলো সেই যে দেখা,

তখন থেকেই যেন আনমনা মন আর

উঠান লাগে শুধু ব্যাঁকা,

আমার উঠান লাগে শুধু ব্যাঁকা;

চল পলায়ে যাই,

আজ ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

এই ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

Hridoyer Kotha

তোর আঁখি দুটি যেন মাতলা নদী

করেছে আমায় পাগল,

তোর সঙ্গ না পেলে সারাদিন কেমন

আনচান আনচান করে মন,

আমার আনচান করে মন গো;

চল পলায়ে যাই,

আজ ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

এই ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

নাকে নাকছাবি

গলায় দিবো সীতাহার,

হাতে দেবো চূড়ি ভাবতে নাহি পারি

আর কি দিবো উপহার,

আমি আর কি দেবো উপহার গো;

চল পলায়ে যাই,

আজ ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

এই ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

একসাথে দু'জনে বাগান বানাবো,

করবো গোলাপের চাষ,

ছোট্ট দুটি ঘর রইবে সেখানে

করবো দু'জনে বাস,

জোড়া গোলাপের কলি দিবো গুঁজে

খোপাতে তোর রোজ ভোরে,

বাকি যত ফুল বেচবো গিয়ে

হাওড়ার ঐ ফুলের বাজারে,

তোকে জোড়া গোলাপ দিবো ভোরে;

চল পলায়ে যাই,

এই ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

দূর দেশে যাবো রে বাসা বানাবো রে,

থাকবো দু'জনে এক সাথে ,

এই ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

আজ ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে যাই।

এই ফাগুনী পূর্ণিমা রাতে

চল পলায়ে য...

চল পলায়ে যাই।।

Mais de bhumi

Ver todaslogo

Você Pode Gostar