menu-iconlogo
huatong
huatong
avatar

Bristir Gaan (Short)

Chirkutthuatong
marikath2huatong
Letra
Gravações
বর্ষন বহে ভেজা ভেজা পায়ে

আজ শ্রাবণ দিনে নামে

মেঘের ঘনঘটা

চেনা সুর গেয়ে যায়

ভেজা ভেজা পা'টা

শুষ্ক দহনে ঘুম মেঘের জলচ্ছটা

তুমুল ছন্দবানে

তাপক্ষরা জয়গানে প্রাণের জেগে ওঠা

ঝড় ঝড় ঝরেরে তারে মনে পড়ে

কদম অথৈ ছুঁইয়ে ঘরভুলো হাঁটা

ভেজা চুল জড়সড়

এখনি বেরিয়ে পড়

হও বৃষ্টি করুণা মাখা

Mais de Chirkutt

Ver todaslogo

Você Pode Gostar