Tumi Amar Emoni Ekjon
Singer:-Kanak Chapa..
মেয়ে: তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা,
এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা
একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ
ছেলে: তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন......।
মেয়ে: ভালোবাসার সাগর তুমি,,
ভালোবাসার সাগর তুমি, বুকে অথৈ জল
তবু পিপাসাতে আঁখি,,
তবু পিপাসাতে আঁখি হয় রে ছলোছল
হয় রে ছলোছল
ছেলে: তোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণ
বিরহে মরণ, বিরহে মরণ
বিরহে মরণ
মেয়ে: তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন....।
ছেলে: প্রাণের প্রদীপ হয়ে তুমি,,
প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছো নিশিদিন
কোন মোহরে শোধ হবে গো,,
কোন মোহরে শোধ হবে গো এত বড় ঋণ
এত বড় ঋণ
মেয়ে: আমার ভালোবাসার ফুলে তোমার ভরাবো চরণ
ভরাবো চরণ
ছেলে: তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
মেয়ে: এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা
ছেলে: এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা
একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ,
মেয়ে: তুমি আমার এমনই একজন
যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন
.............
..............
..............
Upldr:-Raju,syl