menu-iconlogo
huatong
huatong
avatar

আমি এক এমন পাখি বুকে তে কষ্ট রাখি

deut786huatong
🎸deut786🇧🇩huatong
Letra
Gravações
আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি যেন আমি সুখ নিবাসি

আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি যেন আমি সুখ নিবাসি

==Bangla karaoke==

==star maker ID ==

==deut786==

তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে

সুখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে

তুমিতো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে

সখে আছো শুনলাম আমি ভাসাইয়া আমায় সুরে

কতটা যন্ত্ৰনা ময় প্রতিরাত জেগে থাকি

তোমার স্মৃতি অন্তরতে ভাজে ভাজে সাজিয়ে রাখি

আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি যেন আমি সুখ নিবাসি

==Bangla karaoke==

==star maker ID ==

==deut786==

এ জীবন শেষ হয় না

তোমায় ছাড়া ভাল লাগে না

সব কিছু আন্ধার লাগে বেচে থাকা কি যাতনা

এ জীবন শেষ হয় না

তোমায় ছাড়া ভাল লাগে না

সব কিছু আন্ধার লাগে বেচে থাকা কি যাতনা

আমারে পড়লে মনে তুমি আছো তাই গোপনে

সুখে থেকো প্রানের প্রিয় আমার ভালোবাসা নিও

আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি যেন আমি সুখ নিবাসি

আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি

মুখেতে দেখায় হাঁসি যেন আমি সুখ নিবাসি

(ধন্যবাদ-deut786)

Mais de deut786

Ver todaslogo

Você Pode Gostar

আমি এক এমন পাখি বুকে তে কষ্ট রাখি de deut786 – Letras & Covers