menu-iconlogo
huatong
huatong
avatar

তুই যদি হইতি গলার মালা

Doli Shayontonihuatong
shonjones55huatong
Letra
Gravações
তুই যদি হইতি গলার মালা ওহ রঙিলা

তুই যদি হইতি গলার মালা

তুই যদি হইতি গলার মালা ওহ রঙিলা

তুই যদি হইতি গলার মালা

আদরে গলে পড়াইয়া সহস্রে আয়না ধরিয়া

আদরে গলে পরাইয়া সহস্রে আয়না ধরিয়া

সাধ মিটাইতাম দেখিয়া নিরালা ওহ রঙিলা

তুই যদি হইতি গলার মালা

তুই যদি হইতি গলার মালা চিকন কালা

তুই যদি হইতি গলার মালা

তুই যদি হইতি গলার মালা চিকন কালা

তুই যদি হইতি গলার মালা

আদরে গলে পড়াইয়া সহস্রে আয়না ধরিয়া

আদরে গলে পড়াইয়া সহস্রে আয়না ধরিয়া

সাধ মিটাইতাম দেখিয়া নিরালা চিকন কালা

তুই যদি হইতি গলার মালা

তুই যদি হইতি গলার মালা ওহ রঙিলা

তুই যদি হইতি গলার মালা

তুই হলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর

ভাসিয়া রহিতাম হইয়া শেউলা

তুই হলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর

ভাসিয়া রহিতাম হইয়া শেউলা

প্রেম বাতাসে ঢেউ লাগিয়া

পুড়া প্রান যাইতো জুড়াইয়া

প্রেম বাতাসে ঢেউ লাগিয়া

পুড়া প্রান যাইতো জুড়াইয়া

দূর হইতো প্রেম আগুনের জালা ওহ রঙিলা

তুই যদি হইতি গলার মালা

তুই যদি হইতি গলার মালা ওহ রঙিলা

তুই যদি হইতি গলার মালা

তোমারে জানিয়া পানি আমি হইয়া চাতকিনী

পন্তে চাইয়া হইয়াছি একেলা

তোমারে জানিয়া পানি আমি হইয়া চাতকিনী

পন্তে চাইয়া হইয়াছি একেলা

আমায় লোকে মন্দ কই

তর প্রেমের কলঙ্ক রই

আমায় লোকে মন্দ কই

তর প্রেমের কলঙ্ক রই

এই আমি তর প্রেমের পাগলা চিকন কালা

তুই যদি হইতি গলার মালা

তুই যদি হইতি গলার মালা ওহ রঙিলা

তুই যদি হইতি গলার মালা

তুই যদি হইতি গলার মালা ওহ রঙিলা

তুই যদি হইতি গলার মালা

আদরে গলে পরাইয়া সহস্রে আয়না ধরিয়া

আদরে গলে পরাইয়া সহস্রে আয়না ধরিয়া

সাধ মিটাতাম দেখিয়া নিরালা ওহ রঙিলা

তুই যদি হইতি গলার মালা

তুই যদি হইতি গলার মালা চিকন কালা

তুই যদি হইতি গলার মালা

Mais de Doli Shayontoni

Ver todaslogo

Você Pode Gostar