menu-iconlogo
huatong
huatong
avatar

হায়রে মানুষ রঙীন ফানুষ

এন্ড্রু কিশোরhuatong
nnttshuatong
Letra
Gravações

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

দম ফুরাইলেই ঠুস!

তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

দম ফুরাইলেই ঠুস!

তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।

পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া

সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া

পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া

সোনার পিনিশ বানাইছিলা যতন করিয়া

চেলচেলাইয়া চলে পিনিশ, ডুইবা গেলেই ভুস!

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

দম ফুরাইলেই ঠুস!

মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া

জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া

মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া

জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ হরিয়া

ঝলমলায়া জ্বলে পিদিম, নিইভ্যা গেলেই ফুস।

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

দম ফুরাইলেই ঠুস!

তবুতো ভাই কারোরই নাই একটুখানি হুশ।

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।

হায়রে মানুষ, রঙ্গীন ফানুস

রঙ্গীন ফানুস, হায়রে মানুষ।

Thank you

Mais de এন্ড্রু কিশোর

Ver todaslogo

Você Pode Gostar