menu-iconlogo
huatong
huatong
avatar

bondhure tor buker vitor

F A Sumonhuatong
philcourtoishuatong
Letra
Gravações
বন্ধুরে তোর বুকের ভিতর

বন্ধুরে তোর বুকের ভিতর

সখের বসে বানায়াছি আমার

বসত বাড়ি ঘর

বন্ধুরে তোর বুকের ভিতর

সখের বসে বানায়াছি আমার

বসত বাড়ি ঘর

সেই বাড়িটা ভাইঙ্গা গেলে,

হইবো যাযাবর রে

সেই বাড়িটা ভাইঙ্গা গেলে,

হইবো যাযাবর

সখের বসে বানায়াছি আমার

বসত বাড়ি ঘর।

বুকের পাঁজর দিয়ে বুনা,

তুই যে আমার বাঁবুই সোনা,

টাকা দিয়ে যায়না কেনা

পিড়িতের বন্ধন,

বুকের পাঁজর দিয়ে বুনা,

তুই যে আমার বাঁবুই সোনা,

টাকা দিয়ে যায়না কেনা

পিড়িতের বন্ধন,

ও মায়ার ডোরে মন বান্ধিয়া,

হইয়া গেছি তোররে

হইয়া গেছি তোর।

সখের বসে বানায়াছি আমার

বসত বাড়ি ঘর।

ও বন্ধুরে... হো.... ও বন্ধুরে

ভালোবাসা দিয়ে বায়না

গরেছি এই মনের আয়না

চোখে চোখে লেনাদেনা

করবো জনম ভর

ভালোবাসা দিয়ে বায়না

গরেছি এই মনের আয়না

চোখে চোখে লেনাদেনা

করবো জনম ভর

ও মায়ার ডোরে মন বান্ধিয়া

হইয়া গেছি তোররে...

হইয়া গেছি তোর

সখের বসে বানায়াছি,

আমার বসত বাড়ি ঘর।

বন্ধুরে তোর বুকের ভিতর

সখের বসে বানায়াছি আমার

বসত বাড়ি ঘর

বন্ধুরে তোর বুকের ভিতর

সখের বসে বানায়াছি আমার

বসত বাড়ি ঘর

সেই বাড়িটা ভাইঙ্গা গেলে,

হইবো যাযাবর রে

সেই বাড়িটা ভাইঙ্গা গেলে,

হইবো যাযাবর

সখের বসে বানায়াছি আমার

বসত বাড়ি ঘর।

Mais de F A Sumon

Ver todaslogo

Você Pode Gostar