menu-iconlogo
huatong
huatong
avatar

Mora Ar Jonome

Firoza Begumhuatong
opticwindmillhuatong
Letra
Gravações
M মোরা আর জনমে..,হংস মিথুন ছিলাম...

F মোরা আর জনমে..,হংস মিথুন ছিলাম...

F M ছিলাম নদীর ও চরে....

যুগোলো রুপে,এসেছি গো..,

আবার মাটি রো ঘরে....

মোরা আর জনমে..,হংস মিথুন ছিলাম......

F তমাল তরু,চাঁপা লতার মতো...,

M জড়িয়ে কত,জনম হলো গত..

F তমাল তরু,চাঁপা লতার মতো...,

M জড়িয়ে কত,জনম হলো গত...

F M সেই বাঁধনের,চিহ্ন আজো জাগি..

জাগে হিয়ার থরে থরে...

মোরা আর জনমে..,হংস মিথুন ছিলাম...

M বাহুরো ডোরে,বেঁধে

আজো..,ঘুমের ঘোরে যেন

ঝড়ের বন লতার মতো..,লুটিয়ে কাঁদো কেন..

F বাহুরো ডোরে,বেঁধে

আজো..,ঘুমের ঘোরে যেন

ঝড়ের বন লতার মতো..,লুটিয়ে কাঁদো কেন...

M বনের কপত,কপোতাক্ষের তীঁরে...,

F পাখায় পাখায়,বাঁধা ছিলাম নীড়ে...

M বনের কপত,কপোতাক্ষের তীঁরে...

F পাখায় পাখায়,বাঁধা ছিলাম নীড়ে...

F M চিরো তরে হলো,ছাড়া

ছাড়ি,নিঠুর ব্যাধেরও সরে

মোরা আর জনমে..,হংস মিথুন ছিলাম...

ছিলাম নদীর ও চরে....

যুগালোও রুপে,এসেছি গো..,

আবার মাটিরও ঘরে....

মোরা আর জনমে হংস মিথুন ছিলাম....

Mais de Firoza Begum

Ver todaslogo

Você Pode Gostar