শিরোনাম:-আকাশনীলা।
শিল্পী:-জেমস।
সূর ও সংগীত:-জুয়েল বাবূ।
এ্যালবাম:-দশে দশ ( ব্যান্ড মিক্সড )।
⫸=====Rifat=====⫷
জানো কি আকাশ নীলা,ঐ দূর আকাশ,
তোমারই নীলে আজ সেজেছে,
জানো কি আকাশ নীলা,এই চারিপাশ,
তোমারই কলরবে আজ মেতেছে,
হৃদয়ের গালিচা জূড়ে তোমারই নাম,
পরতে পরতে লিখে রেখেছে,
হৃদয়ের গালিচা জূড়ে তোমারই নাম,
পরতে পরতে লিখে রেখেছে,
This Track Arranged By
⫸L.R.B:-Rifat.⫷
ভালোবাসার বন্ধনে বেঁধে রেখে মন,
তোমারই প্রয়োজনে সব আয়োজন,
ভালোবাসার বন্ধনে বেঁধে রেখে মন,
তোমারই প্রয়োজনে সব আয়োজন,
হৃদয়ের গালিচা জূড়ে তোমারই নাম,
পরতে পরতে লিখে রেখেছে,
হৃদয়ের গালিচা জূড়ে তোমারই নাম,
পরতে পরতে লিখে রেখেছে,
This Track Arranged By
⫸L.R.B:-Rifat.⫷
আঁধারেরই বূক চিড়ে এক মূঠো রোঁদ,
তোমারই আলোড়নে সুখের আগমন,
আঁধারেরই বূক চিড়ে এক মূঠো রোঁদ,
তোমারই আলোড়নে সুখের আগমন,
হৃদয়ের গালিচা জূড়ে তোমারই নাম,
পরতে পরতে লিখে রেখেছে,
হৃদয়ের গালিচা জূড়ে তোমারই নাম,
পরতে পরতে লিখে রেখেছে,
জানো কি আকাশ নীলা,ঐ দূর আকাশ,
তোমারই নীলে আজ সেজেছে,
জানো কি আকাশ নীলা,এই চারিপাশ,
তোমারই কলরবে আজ মেতেছে,
হৃদয়ের গালিচা জূড়ে তোমারই নাম,
পরতে পরতে লিখে রেখেছে,
হৃদয়ের গালিচা জূড়ে তোমারই নাম,
পরতে পরতে লিখে রেখেছে,
⫸=ধন্যবাদ=⫷