menu-iconlogo
logo

স্বপ্নে তার সাথে Shopne Tar sathe hoy dekha

logo
avatar
Habib Wahidlogo
spyceangeltnj7210logo
Cantar no App
Letra
স্বপ্নে তার সাথে হয় দেখা

Singer:habib Wahid

হুম হুম হুম হুম

স্বপ্নে তার সাথে হয় দেখা,

বসে বসে ভাবি,

তা একা একা।

সে যে স্বপ্নে আসে তবু

স্বপ্নের চেয়েও মধুর।

তাকে পাবার আশায়,

দু'চোখ রাখা দূর বহুদূর।

হুম হুম হুম হুম

তার স্বপ্ন দেখে রাত চলে যায়,

তারপর আসে ভোর,

তারপর আমার ঘুম ভাঙে।

দেখি ব্যস্ততার শহর,

অবিরাম ছুটে চলা,

একা একা কথা বলা।

কত কিছু বলে ফেলা,

তাকে ভালোবেশে ফেলা,

এ ভালবাসাতেই রোদ্দুর !

হুম হুম হুম হুম

হুম হুম হুম হুম

তার স্বপ্ন আধাঁরে ঘেরা নয়,

সোনালী রোদে ভরা,

মেঘের আকাশ চাই না।

তার স্বপ্নে আছে তাঁরা!

বেসেছি ভালো তাকে,

স্বপ্ন দেখার ফাঁকে।

স্বপ্নের রং মেখে,

মনেতে তার ছবি এঁকে।

সে স্বপ্নের চেয়েও মধুর!

স্বপ্নে তার সাথে হয় দেখা,

বসে বসে ভাবি,

তা একা একা।

সে যে স্বপ্নে আসে তবু

স্বপ্নের চেয়েও মধুর।

তাকে পাবার আশায়,

দু'চোখ রাখা দূর বহুদূর।

হুম হুম হুম হুম

স্বপ্নে তার সাথে Shopne Tar sathe hoy dekha de Habib Wahid – Letras & Covers