menu-iconlogo
huatong
huatong
habib-wahid-bahir-bole-dure-thakuk-cover-image

Bahir Bole Dure Thakuk

Habib Wahidhuatong
rjs3designhuatong
Letra
Gravações

বাহির বলে দুরে থাকুক

ভিতর বলে আসুকনা

ভিতর বলে দুরে থাকুক

বাহির বলে আসুকনা

ঢেউ জানা এক নদীর কাছে

গভীর কিছু শেখার আছে

সেই নদীতে নৌকো ভাসাই

ভাসাই করে ভাসাই না.

না ডুবায়, না ভাসায়.

না ভাসাই না ডুবাই

বাহির বলে দুরে থাকুক

ভিতর বলে আসুকনা

ভিতর বলে দুরে থাকুক

বাহির বলে আসুকনা

জল ডাকে আগুনও টানে

আমি পড়ি মধ্যেখানে

দুই দিকে দুই খন্ড হয়ে

যাই আবার যাই না.

না নিভাই, না জালাই.

না জালাই না নিভাই

বাহির বলে দুরে থাকুক

ভিতর বলে আসুকনা

ভিতর বলে দুরে থাকুক

বাহির বলে আসুকনা...

Mais de Habib Wahid

Ver todaslogo

Você Pode Gostar