menu-iconlogo
huatong
huatong
avatar

Rana’s Library – Jodi Bare Bare Eki Sure যদি বারে বারে একই সুরে

Hasan Joyhuatong
Rana_E_R_Shuatong
Letra
Gravações
যদি বারে বারে একই সুরে

Singer: Hasan Joy

Arranged By Rana

*************

*************

লাললালালা

লালালালা

লালালালালালালা

লালা,লাললালালা

লালালালা

লালালালালালালা

যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়

তবে প্রেমিকা কোথায়, আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়

তবে ইশারা কোথায়, আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয়, সব পুরোনো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা

যদি মিথ্যে মনে হয়, সব পুরোনো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা

তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়

লাললালালা

লালালালা

লালালালালালালা

লালা,লাললালালা

লালালালা

লালালালালালালা

*************

*************

যদি প্রতিদিন সেই রঙিন হাসি ব্যথা দেয়

যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়

যদি প্রতিদিন, সেই রঙিন হাসি ব্যথা দেয়

যদি সত্যগুলো স্বপ্ন হয়ে শুধু কথা দেয়

তবে শুনে দেখো প্রেমিকের গানও অসহায়

লাললালালা

লালালালা

লালালালালালালা

লালা,লাললালালা

লালালালা

লালালালালালালা

যদি অভিযোগ, কেড়ে নেয় সব অধিকার

তবে অভিনয় হয়, সবগুলো অভিসার

যদি ঝিলমিল, নীল আলোকে ঢেকে দেয় আঁধার

তবে কী থাকে তোমার, বলো কী থাকে আমার?

যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়

কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়?

যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়

কেন সেই প্রেম, ফিরে এলে হেরে যেতে ভয়?

শেষে কবিতারা দায়সারা গান হয়ে যায়

লাললালালা

লালালালা

লালালালালালালা

লালা,লাললালালা

লালালালা

লালালালালালালা

যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়

তবে প্রেমিকা কোথায়, আর প্রেমই বা কোথায়?

যদি দিশেহারা ইশারাতে প্রেমই ডেকে যায়

তবে ইশারা কোথায়, আর আশারা কোথায়?

যদি মিথ্যে মনে হয়, সব পুরোনো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা

যদি মিথ্যে মনে হয়, সব পুরোনো কথা

যদি চায়ের কাপেতে জমে নীরবতা

তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়

লাললালালা

লালালালা

লালালালালালালা

লালা,লাললালালা

লালালালা

লালালালালালালা

*** Thanks for using Rana’s Library***

Mais de Hasan Joy

Ver todaslogo

Você Pode Gostar