menu-iconlogo
huatong
huatong
avatar

বাংলা ম্যাশআপ

Hasan S Iqbalhuatong
forhad99huatong
Letra
Gravações
M আমি পাথরে ফুল ফোটাবো

শুধু ভালোবাসা দিয়ে

আমি সাগরের ঢেউ থামাবো

শুধু ভালোবাসা দিয়ে

F তোমায় দেখলে মনে হয়...

হাজার বছর তোমার সাথে

ছিল পরিচয় বুঝি ছিল পরিচয়

M তুমি এসেছিলে পরশু

কাল কেন আসনি..

তুমি কি আমায় বন্ধু

কাল ভালবাসনি..

F এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি

M F তুমি আমার সেই তুমি আমার

তোমারে খুঁজে পেয়েছি

M এ জীবনে যারে চেয়েছি

আজ আমি তারে পেয়েছি

F M তুমি আমার সেই তুমি আমার

তোমারে খুঁজে পেয়েছি

F সাগরের মতই গভীর

আকাশের মতোই অসীম

আমার এই প্রেম আমি তোমাকে দিলাম

তোমারি আছি আমি তোমারি ছিলাম

তোমারি আছি আমি তোমারি ছিলাম

M যদি বউ সাজো গো

আরো সুন্দর লাগবে গো

যদি বউ সাজো গো

আরো সুন্দর লাগবে গো

F তুমি আমার কত চেনা

সেকি জানোনা...

তুমি আমার কত চেনা

সেকি জানোনা..

M F এই জীবনের আশা তুমি

তুমি যে ঠিকানা...

তুমি আমার কত চেনা

সেকি জানোনা...

তুমি আমার কত চেনা

সেকি জানোনা...

M ভেঙ্গেছে পিঞ্জর মেলেছে ডানা

উড়েছে পাখি পথ অচেনা

নিরেরি ঠিকানা পাবে কিনা

পাখি তা নিজেই জানেনা

নিরেরি ঠিকানা পাবে কিনা

পাখি তা নিজেই জানেনা

পাখি তা নিজেই জানেনা জানেনা

পাখি তা নিজেই জানে না

Mais de Hasan S Iqbal

Ver todaslogo

Você Pode Gostar