menu-iconlogo
huatong
huatong
hemant-kumar-o-nodire-ekti-kotha-shudhai-cover-image

O Nodire Ekti Kotha Shudhai

Hemant Kumarhuatong
aer2321huatong
Letra
Gravações
ও নদীরে,

একটি কথা শুধাই শুধু তোমারে

ও নদীরে,

একটি কথা শুধাই শুধু তোমারে

বলো কোথায় তোমার দেশ

তোমার নেই কি চলার শেষ

ও নদীরে…

তোমার কোনো বাঁধন নাই

তুমি ঘর ছাড়া কি তাই

তোমার কোনো বাঁধন নাই

তুমি ঘর ছাড়া কি তাই

এই আছো ভাটায়

আবার এই তো দেখি জোয়ারে

বলো কোথায় তোমার দেশ

তোমার নেই কি চলার শেষ

ও নদীরে…

এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো

যার একূল ওকূল দুকূল গেল

তার লাগি কি করো

এ কূল ভেঙে ও কূল তুমি গড়ো

যার একূল ওকূল দুকূল গেল

তার লাগি কি করো

আমায় ভাবছো মিছেই পর

তোমার নেই কি অবসর

আমায় ভাবছো মিছেই পর

তোমার নেই কি অবসর

সুখ দুঃখের কথা কিছু

কইলে না হয় আমারে …

বলো কোথায় তোমার দেশ

তোমার নেই কি চলার শেষ

ও নদীরে…

একটি কথা শুধাই শুধু তোমারে

বলো কোথায় তোমার দেশ

তোমার নেই কি চলার শেষ

ও নদীরে…

ও নদীরে…

Mais de Hemant Kumar

Ver todaslogo

Você Pode Gostar