menu-iconlogo
huatong
huatong
avatar

Muchhe Jaoa Dinguli

Hemanta Mukherjee huatong
raydude220huatong
Letra
Gravações
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে

স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার

রঙ্গে রঙ্গে ছবি আঁকে

মনে পড়ে যায়, মনে পড়ে যায়,

মনে পড়ে যায় সেই প্রথম দেখারো স্মৃতি,

মনে পড়ে যায় সেই হৃদয় দেবার তিথী

দুজনার দুটি পথ মিশে গেলো এক হয়ে

নতুন পথেরও বাঁকে

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে

স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার

রঙ্গে রঙ্গে ছবি আঁকে।

সে এক নতুন দেশে,

দিনগুলি ছিলো যে মুখর কত গানে,

সেই সুর কাঁদে আজি আমার প্রাণে

ভেঙ্গে গেছে হায়, ভেঙ্গে গেছে হায়

ভেঙ্গে গেছে আজ সেই মধুর মিলন মেলা,

ভেঙ্গে গেছে আজ সেই হাসি আর রঙ্গেরো খেলা

কোথায় কখন কবে কোন তারা ঝরে গেলো,

আকাশ কি মনে রাখে

মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে

স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার

রঙ্গে রঙ্গে ছবি আঁকে

Mais de Hemanta Mukherjee

Ver todaslogo

Você Pode Gostar