menu-iconlogo
huatong
huatong
avatar

Shyam kalia by bappa

Himadrihuatong
Himadrii🇱🇷huatong
Letra
Gravações
শ্যাম কালিয়া সোনা বন্ধুরে.. বন্ধু

নিরলে তোমারে পাইলাম না

শ্যাম কালিয়া সোনা বন্ধুরে.. বন্ধু

নিরলে তোমারে পাইলাম না

ওরে আমার মনের যত দুঃখ

আমি খুলিয়া কইলাম না বন্ধুরে.. বন্ধু

নিরলে তোমারে পাইলাম না

নিরলে তোমারে পাইলাম না

ফুলের আসন ফুলের বসন রে বন্ধু

ফুলেরও বিছানা

ফুলের আসন ফুলের বসন রে বন্ধু

ফুলেরও বিছানা

ওরে হৃদকোমলে সোয়া চন্দন

আমি ছিটাইয়া দিলাম না বন্ধুরে বন্ধু

নিরলে তোমারে পাইলাম না

নিরলে তোমারে পাইলাম না

ভাইবে রাধারমণ বলে রে বন্ধু

মনেতে ভাবিয়া

ভাইবে রাধারমণ বলে রে বন্ধু

মনেতে ভাবিয়া

ওরে পাইলে শ্যামরে ধরতাম গলে

আমি ছাড়িয়া দিতাম না বন্ধুরে বন্ধু

নিরলে তোমারে পাইলাম না

নিরলে তোমারে পাইলাম না

শ্যাম কালিয়া সোনা বন্ধুরে.. বন্ধু

নিরলে তোমারে পাইলাম না

শ্যাম কালিয়া সোনা বন্ধুরে.. বন্ধু

নিরলে তোমারে পাইলাম না

ওরে আমার মনের যত দুঃখ

আমি খুলিয়া কইলাম না বন্ধুরে.. বন্ধু

নিরলে তোমারে পাইলাম না

নিরলে তোমারে পাইলাম না

নিরলে তোমারে পাইলাম না

নিরলে তোমারে পাইলাম না

Mais de Himadri

Ver todaslogo

Você Pode Gostar

Shyam kalia by bappa de Himadri – Letras & Covers