menu-iconlogo
huatong
huatong
hridoy-khan-ki-jala-diya-gela-cover-image

Ki Jala Diya gela

Hridoy Khanhuatong
sharkie5huatong
Letra
Gravações
কি জ্বালা দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরানের বন্ধুরে

না দেখিলে পরান পোড়ে

কি দুঃখ দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরানের বন্ধুরে

না দেখিলে পরান পোড়ে

না দেখিলে পরান পোড়ে

না রাখি মাটিতে, না রাখি পাটিতে

না রাখি পালকের উপরে

না রাখি মাটিতে, না রাখি পাটিতে

না রাখি পালকের উপরে

সিথির সিন্দুরে রাখিব বন্ধুরে

সিথির সিঁদুরে রাখিব বন্ধুরে

ভিড়িয়ে রেশম ডোরে

ভিড়িয়ে রেশম ডোরে

কি জ্বালা দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরানের বন্ধুরে

না দেখিলে পরান পোড়ে

বন্ধু পরবাসী, পরের ঘরে আসি

এত ঘুমে কেন ধরে

বন্ধু পরবাসী, পরের ঘরে আসি

এত ঘুমে কেন ধরে

কয়লা করে ধ্বনি পোহাইল রজনী

কয়লা করে ধ্বনি পোহাইল রজনী

না ডাকি ননদিনীর ডরে

না ডাকি ননদিনীর ডরে

কি জ্বালা দিয়ে গেলা মোরে

নয়নের কাজল পরানের বন্ধুরে

না দেখিলে পরান পোড়ে

না দেখিলে পরান পোড়ে

না দেখিলে পরান পোড়ে

Mais de Hridoy Khan

Ver todaslogo

Você Pode Gostar