menu-iconlogo
logo

Jodi Hatta Dhoro

logo
Letra
ভালবেসে যদি হাতটা ধরো

ছেড়ে দেব যে সবি

কাছে এসে জড়িয়ে রাখো

ভুলে যাব পৃথিবী

বুকের মাঝে চিনচিন করে

জানো না কি এ মন পুড়ে

এভাবে দুরে থেকো না

তোমার মাঝে ডুবি ভাসি

নিজের থেকে আরও বেশী

ভালবাসি কেন বুঝো না

ও ও ও ও ও ও ও ও

না না না না না না না

প্রেম কি বলো এমনি

নীরবে যে গোপনেতে

তারি শুধু ভাবনাতে

ঘুমহীন কাটে রজনী

প্রেম কি বলো এমনি

নীরবে যে গোপনেতে

তারি শুধু ভাবনাতে

ঘুমহীন কাটে রজনী

বুকের মাঝে চিনচিন করে

জানো না কি এ মন পুড়ে

এভাবে দুরে থেকো না

তোমার মাঝে ডুবি ভাসি

নিজের থেকে আরও বেশী

ভালবাসি কেন বুঝো না

কান পেতে কি শুনো নি

মনের কথা আকুলতা

সবি যেন জমে আছে

দেব সপে আশা ছাড়িনি

কান পেতে কি শুনো নি

মনের কথা আকুলতা

সবি যেন জমে আছে

দেব সপে আশা ছাড়িনি

বুকের মাঝে চিনচিন করে

জানো না কি এ মন পুড়ে

এভাবে দুরে থেকো না

তোমার মাঝে ডুবি ভাসি

নিজের থেকে আরও বেশী

ভালবাসি কেন বুঝো না

ও ও ও ও ও ও ও

না না না না না না

সমাপ্ত