menu-iconlogo
logo

Konna

logo
Letra
পথে পথে হাঁসি মেখে..

ফুলেরা ঘ্রাণ ছড়ালো...

উরে উরে কুহু সুরে...

পাখিরা গান শোনালো ...

আমি ডুবেছি মায়ায় ..

আহা কি যে করি হায় ..

আমি ডুবেছি মায়ায় ..

আহা কি যে করি হায়..

গোপনে খুজি কারে....

ওও কন্যা কন্যা কন্যারে...

বলবো মনের কথা শোন নারে ..

কন্যা কন্যা কন্যারে..

বুকে বইছে প্রেমের বন্যারে..

কন্যা ...

ওওও কন্যা.....

ওওও কন্যা.....

ওওওও কন্যা..

তোকে ঘিরে বিকেল গুলো

খুশির রং ছড়ালো...

রংধনু টা আমায় ডেকে

আদরে জড়ালো.....

তোকে দেখে রাত নিশিতে..

ডাক পাঠালো যে চাঁদ ..

দারুন প্রেমে জোয়ারেতে..

ভাংলো মনেরি বাধ...

আমি ডুবেছি মায়ায় ..

আহা কি যে করি হায় ..

আমি ডুবেছি মায়ায় ..

আহা কি যে করি হায়..

গোপনে খুজি কারে....

ওও কন্যা কন্যা কন্যারে...

বলবো মনের কথা শোন নারে ..

কন্যা কন্যা কন্যারে..

বুকে বইছে প্রেমের বন্যারে..

কন্যা কন্যা কন্যারে...

বলবো মনের কথা শোন নারে ..

কন্যা কন্যা কন্যারে..

বুকে বইছে প্রেমের বন্যারে..

কন্যা ...

ওওও কন্যা.....

ওওও কন্যা.....

ওওওও কন্যা..