M=তুই ছাড়া কেউ বোঝেনা এই মনের আবদার
তাইতো ছুটে আসি রোজ আমি বারবার
F=তুই ছাড়া কেউ বোঝেনা এই মনের আবদার,
তাইতো ছুটে আসি রোজ আমি বারবার।
M=তোর চোখের ইশারাতে
চাই হারাতে আবার....
F=তুই ছাড়া কেউ বোঝেনা এই মনের আবদার
M=তাইতো ছুটে আসি রোজ আমি বারবার
M=স্বপ্ন হয়ে ছুঁয়ে আছিস চোখেরই তারায়,
মনটা পড়ে থাকে শুধু তোরই পাড়ায়।
F=স্বপ্ন হয়ে ছুঁয়ে আছিস চোখেরই তারায়,
মনটা পড়ে থাকে শুধু তোরই পাড়ায়।
তোর প্রেমে ডুবে ডুবে আমি একাকার,
M=যদি চাস দিতে পারি সবকিছু ছাড়।
তোর সাথে আজ হারাতে
নেই কোনো বাধা আর,
F=তাইতো ছুটে আসি রোজ আমি বারবার
M=তোর চোখের ইশারাতে চাই
হারাতে আবার..
F=তুই ছাড়া কেউ বোঝেনা এই মনের আবদার,
M=তাইতো ছুটে আসি রোজ আমি বারবার।
M=গল্প লিখি তোকে নিয়ে হৃদয়ে যখন,
বড় সুখী লাগে আমার নিজেকে তখন।
F=গল্প লিখি তোকে নিয়ে হৃদয়ে যখন,
বড় সুখী লাগে আমার নিজেকে তখন।
তুই ছাড়া পথ নেই তো পা বাড়াবার
M=তুই যে আলো আশা বেঁচে থাকবার..
F=এ আমার সবকিছুর তুই শুধু দাবিদার
M=তাইতো ছুটে আসি রোজ আমি বারবার
তোর চোখের ইশারাতে চাই হারাতে আবার।
MF=তুই ছাড়া কেউ বোঝেনা এই মনের আবদার
তাইতো ছুটে আসি রোজ আমি বারবার।