menu-iconlogo
logo

Asbar Kale Aslam Eka

logo
Letra
আসবার কালে আসলাম একা

যাইবার কালে যাব একা

মাঝে মাঝে মনরে বলি

চক্ষু মেইলা কি দেখলা

আসবার কালে আসলাম একা

যাইবার কালে যাব একা

মাঝে মাঝে মনরে বলি

চক্ষু মেইলা কি দেখলা

মন বলে দুনিয়াদারী

ঝকমারি এক খেল

পৃথিবীটা মানুষেরই

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই

সেই জেলেরই জেলার একজন

নাড়েন কলকাঠি

তাহার হুকুম না মানিলে

সব কিছুই তো হয় মাটি

সেই জেলেরই জেলার একজন

নাড়েন কলকাঠি

তাহার হুকুম না মানিলে

সব কিছুই তো হয় মাটি

মন বলে দুনিয়াদারী

ঝকমারি এক খেল

পৃথিবীটা মানুষেরই

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই

দিন ভিখারি আমি একজন

আসায় তার থাকি

দেয়না দেখা কয়না কথা

শুভঙ্করের ফাঁকি

দিন ভিখারি আমি একজন

আসায় তার থাকি

দেয়না দেখা কয়না কথা

শুভঙ্করের ফাঁকি

মন বলে দুনিয়াদারী

ঝকমারি এক খেল

পৃথিবীটা মানুষেরই

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই

আসবার কালে আসলাম একা

যাইবার কালে যাব একা

মাঝে মাঝে মনরে বলি

চক্ষু মেইলা কি দেখলা

আসবার কালে আসলাম একা

যাইবার কালে যাব একা

মাঝে মাঝে মনরে বলি

চক্ষু মেইলা কি দেখলা

মন বলে দুনিয়াদারী

ঝকমারি এক খেল

পৃথিবীটা মানুষেরই

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই এক জেল

দুই দিনেরই

Asbar Kale Aslam Eka de James – Letras & Covers