menu-iconlogo
huatong
huatong
avatar

Baba Koto Din Dekhina Tomay

Jameshuatong
forhad99huatong
Letra
Gravações
ছেলে আমার বড় হবে

মাকে বলত সে কথা

হবে মানুষের মত মানুষ এক

লেখা ইতিহাস এর পাতায়

নিজ হাতে খেতে পারতাম না

বাবা বলত ও খোকা

যখন আমি থাকব না

কি করবি রে বোকা

এতো রক্তের সাথে রক্তের টান

স্বার্থের অনেক উর্ধ্বে

হঠাৎ অজানা ঝড়ে কোথায় হারালাম

মাথায় আকাশ ভেঙে পড়লো

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়

কেউ বলেনা তোমার মত

কোথায় খোকা ওরে বুকে আয়

বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়

কেউ বলেনা মানিক কোথায় আমার

ওরে বুকে আয়

চশমাটা তেমনি আছে,

আছে লাঠি ও পাঞ্জাবি তোমার

ইজি চেয়ারটাও আছে নেই

সেখানে অলস দেহ শুধু তোমার

আযানের ধবনি আজও শুনি

ভাঙাবে না ভোরে ঘুম জানি

শুধু শুনিনা তোমার সেই দরাজ কন্ঠে পড়া

পবিত্র কোরআন এর বাণী

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়

কেউ বলেনা তোমার মত কোথায় খোকা

ওরে বুকে আয়

বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়

কেউ বলেনা মানিক কোথায় আমার

ওরে বুকে আয়

ছেলে আমার বড় হবে

মাকে বলত সে কথা

হবে মানুষের মত মানুষ এক

লেখা ইতিহাস এর পাতায়

নিজ হাতে খেতে পারতাম না

বাবা বলত খোকা ও খোকা

যখন আমি থাকব না

কি করবি রে বোকা

এতো রক্তের সাথে রক্তের টান

স্বার্থের অনেক ঊর্ধ্বে

হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম

মাথায় আকাশ ভেঙে পড়ল

বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়

কেউ বলেনা তোমার মত কোথায় খোকা

ওরে বুকে আয়

বাবা কতরাত কতরাত দেখিনা তোমায়

কেউ বলেনা মানিক কোথায় আমার

ওরে বুকে আয়

Mais de James

Ver todaslogo

Você Pode Gostar