MD SHAIKH MAMUN
PLEASE FOLLOW ME
আমি যাচ্ছি বাবা,আমি যাচ্ছি
আমি যাচ্ছি বাবা,আমি যাচ্ছি
চোখ মুচে মুখ তুলো, স্রেনেহের বাধন খুলো
ও চোখ মুচে মুখ তুলো,স্রেনেহের বাধন খুলো
এবার তোমায় দিতেযে হয় জাবার অনুমতি
বাবা খিয়াল রেখো,তুমি তোমার প্রতি
বাবা খিয়াল রেখো,তুমি তোমার প্রতি
MD SHAIKH MAMUN
আদর সোহাগ দিলে যদি করলে আমায় বারন
কেনো তবে এমন করে, কন্নাকে পর কর
এই যদি গো নিয়ম নিতী, এই সমাজের বিধান
হাসি মুখে কর বাবা, কন্না স্রমপোদান
তবে কেনো কান্না চোখে, এই কোন অনুবতি
বাবা খিয়াল রেখো,তুমি তোমার প্রতি
বাবা খিয়াল রেখো,তুমি তোমার প্রতি
MD SHAIKH MAMUN
অফিস যাওয়ার সময় যখন থাকবো না আর আমি
চসমা নিতে,ঔষুদ খেতে ভুলোনা গো তুমি
ভুকযে আমার যাচ্ছে বেংগে, মন মানে না মানা
কেমন করে থাকবো ছেড়ে, নেই আমার জানা
≠
ওইযে আমার মা দাড়িয়ে, দেহেতে নাই প্রান
যেনো ভুকটা ছিড়ে যাচ্ছে
নিয়ে, কেউ কলিজা খান
তুমি ও তো মেয়ে মাগো,যানাই পরিনতি
ওমা খিয়াল রেখো তুমি বাবার প্রতি
মাগো খিয়াল রেখো,তুমি বাবার প্রতি
আমি যাচ্ছি বাবা,আমি যাচ্ছি
আমি যাচ্ছি বাবা,আমি যাচছি
চোখ মুচে মুখ তুলো, স্রেনেহের বাধন খুলো
ও চোখ মুচে মুখ তুলো,স্রেনেহের বাধন খুলো
এবার তোমায় দিতে যে হয় জাবার অনুমতি
বাবা খিয়াল রেখো,তুমি তোমার প্রতি
বাবা খিয়াল রেখো তুমি তোমার প্রতি
(((((ধন্যবাদ সবাইকে))))))