menu-iconlogo
huatong
huatong
avatar

বিষের ছুরি bisher churi

Jisan Khan Shuvohuatong
TAPOS_Majumderhuatong
Letra
Gravações

_ _ _ _ _ _

Tapos Majumder

আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি

বন্ধু নিদয়া পাষাণ তোর এতো অভীমান

তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি

আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি

বন্ধু নিদয়া পাষাণ তোর এতো অভীমান

তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি

অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি

প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি

অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি

প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি

আমার মন

আমার মনটা করে চুরি বুকে মারলি প্রেমের ছুরি

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি

_ _ _ _ _ _

Tapos Majumder

ও ও এক জীবনে এত দুঃখ আমায় কেনো দিলি

তুইতো এমন ছিলিনারে এমন কানো হলি

দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে

তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে

এক জীবনে এত দুঃখ আমায় কেনো দিলি

তুইতো এমন ছিলিনারে এমন কানো হলি

দূর আকাশের তারা গুলো আমায় ডেকে বলে

তুই নাকি অনেক আগেই গেছিস আমায় ভুলে

আমার মন...

আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি

বন্ধু নিদয়া পাষাণ তোর এতো অভীমান

তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি

_ _ _ _ _ _

Tapos Majumder

ও ও রাতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি

তুই তো আমার স্বপ্ন লোকের রাত জাগা দেবি

খুব যতনে সংগপনে আইকাছি তোর ছবি

এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি

রাতের পর রাত জাগিয়া তোর কথা ভাবি

তুই তো আমার স্বপ্ন লোকের রাত জাগা দেবি

খুব যতনে সংগপোনে আইকাছি তোর ছবি

এই জীবনে বলনা রে তুই আমার কবে হবি

আমার মন...

আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি

বন্ধু নিদয়া পাষাণ তোর এতো অভীমান

তোরে ছাড়া একলা জীবন কেমনে দেই পারি

অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি

প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি

অন্তরালে বিষের আগুন জলে ধিকি ধিকি

প্রেমানলে সবই গেলো নাইরে কিছু বাকি

আমার মন...

আমার মনটা করে চুরি বুকে মারলি বিষের ছুরি

কোথায় গিয়া হইলি গোপন ধরতে নাহি পারি (3x)

_ _ _ _ _ _

Tapos Majumder

Mais de Jisan Khan Shuvo

Ver todaslogo

Você Pode Gostar

বিষের ছুরি bisher churi de Jisan Khan Shuvo – Letras & Covers