menu-iconlogo
huatong
huatong
joler-gaan-chondoni-cover-image

Chondoni

Joler Gaanhuatong
shelbee045huatong
Letra
Gravações
চন্দনী রে, ও চন্দনী

চন্দনী রে, চন্দনী

চন্দনী, মাটিতে নামিয়া আইসো

চন্দনী, আমার গায়েতে বইসো

চন্দনী, মাটিতে নামিয়া আইসো

চন্দনী, আমার গায়েতে বইসো

আইসো গো, আইসো গো

আইসো গো, আইসো গো

চন্দনী, মাটিতে নামিয়া আইসো

চন্দনী, আমার গায়েতে বইসো

বাটা ভরা পান দেবো, বাটা ভরা পান

উদলা উঠান দেবো, উদলা উঠান

বাটা ভরা পান দেবো, কানে মোতির দুল

উদলা উঠান দেবো, রাইতে ফোটা ফুল

আলতা রাঙ্গায়া দেবো তোমার পায়

আলতা রাঙ্গায়া দেবো তোমার পায়

আয়, আয়, আয়

আয়, চন্দনী আয়

চন্দনী, মাটিতে নামিয়া আইসো

ও চন্দনী, আমার গায়েতে বইসো

আইসো গো, আইসো গো

আইসো গো, আইসো গো

চন্দনী, মাটিতে নামিয়া আইসো

চন্দনী, আমার গায়েতে বইসো

সজনী গো, ও সজনী

রাত দুপুরে, পথে পথে

বাজিয়ে রুমঝুম নূপুর ধ্বনি

সজনী গো, ও সজনী

রাত দুপুরে, পথে পথে

বাজিয়ে রুমঝুম নূপুর ধ্বনি

কে যায়, কে যায়

তার রুমঝুম নূপুর ধ্বনি ঐ শোনা যায়

তার রুমঝুম নূপুর ধ্বনি ঐ শোনা যায়

চন্দনী, মাটিতে নামিয়া আইসো

ও চন্দনী, আমার গায়েতে বইসো

বাটা ভরা পান দেবো, বাটা ভরা পান

উদলা উঠান দেবো, উদলা উঠান

বাটা ভরা পান দেবো, কানে মোতির দুল

উদলা উঠান দেবো, রাইতে ফোটা ফুল

চন্দন সুভাস দিবো তোমার গায়

চন্দন সুভাস দিবো তোমার গায়

আয়, আয়, আয়

আয়, চন্দনী আয়

চন্দনী, মাটিতে নামিয়া আইসো

চন্দনী, আমার গায়েতে বইসো

রজনী পোহায়া যাইও না এ ভরা বাঁকে

রজনী পোহায়া যাইও না এ ভরা বাঁকে

থাকো তুমি আর কিছুক্ষণ

ভাসো তুমি আর কিছুক্ষণ

এ পোড়া বুকে

রজনী পোহায়া যাইও না এ ভরা বাঁকে

রজনী পোহায়া যাইও না এ ভরা বাঁকে

সজনী গো, সজনী, সজনী

চন্দনী, ও চন্দনী

মাটিতে নামিয়া আইসো

চন্দনী, আমার গায়েতে বইসো

রজনী পোহায়া যাইও না এ ভরা বাঁকে

রজনী পোহায়া যাইও না, না, না এ ভরা বাঁকে

রজনী পোহায়া যাইও না এ ভরা বাঁকে

Mais de Joler Gaan

Ver todaslogo

Você Pode Gostar