menu-iconlogo
huatong
huatong
Letra
Gravações
দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন

হাতের মুঠোয় ফেরারি সময়, শুধু শিহরণ

ছায়াপথ ধরে হাতছানি, কার সেই পিছুটান?

কার কথা মনে পড়ে?

তার কথা মনে পড়ে?

দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন

হাতের মুঠোয় ফেরারি সময়, শুধু শিহরণ

ছায়াপথ ধরে হাতছানি, কার সেই পিছুটান?

কার কথা মনে পড়ে?

কার কথা মনে পড়ে?

রাতজাগা পাখি যায় ডেকে যায়, দীর্ঘশ্বাস

জোনাকীরা জ্বলে, গাছের পাতায় আলোর আভাস

রাতজাগা পাখি যায় ডেকে যায়, দীর্ঘশ্বাস

জোনাকীরা জ্বলে, গাছের পাতায় আলোর আভাস

পাশে পড়ে থাকা কবিতার খাতা মিলছে আকাশ

কলমের রং গুঁড়ো গুঁড়ো হয়ে স্তব্ধ বাতাস

ঝড় বয়ে গেছে, পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তুল

ফিকে হয়ে যাওয়া কুয়াশার পিছে উঁকি দেয় ভুল

ঝড় বয়ে গেছে, পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তুল

ফিকে হয়ে যাওয়া কুয়াশার পিছে উঁকি দেয় ভুল

ছেঁড়া কবিতার পাতাগুলো সব আধো অক্ষর

হৃদয়ের কোণে ভালোবাসার শেষ স্বাক্ষর

Mais de Joy Bhattacharjee/Sananda Ghosh Majumdar

Ver todaslogo

Você Pode Gostar