menu-iconlogo
logo

Bhalobashar Kono Mane Nei

logo
Letra
এ মাঝরাত্তিরে গিটারের তারে

হঠাৎ ভিড় করে শূন্যতা

কোনো ঘুম ঘুম ঘোরে মনের অগোচরে

শব্দের ভিড়ে মৌনতা

এ মাঝরাত্তিরে গিটারের তারে

হঠাৎ ভিড় করে শূন্যতা

কোনো ঘুম ঘুম ঘোরে মনের অগোচরে

শব্দের ভিড়ে মৌনতা

অবশেষে জেনে গেলাম

অবশেষে মেনে নিলাম

জীবনে অমোঘ সত্যি এই

ভালোবাসার কোনো মানে নেই

ভালোবাসার কোনো মানে নেই

ভালোবাসার কোনো মানে নেই

ভালোবাসার কোনো মানে নেই

যতই ভুলে থাকি, নতুন ছবি আঁকি

আজও সেই একই মুগ্ধতা

এই সোডিয়াম শহরে একা এ প্রহরে

স্বপ্নগুলো ঘিরে স্তব্ধতা

যতই ভুলে থাকি, নতুন ছবি আঁকি

আজও সেই একই মুগ্ধতা

এই সোডিয়াম শহরে একা এ প্রহরে

স্বপ্নগুলো ঘিরে স্তব্ধতা

অবশেষে জেনে গেলাম

অবশেষে মেনে নিলাম

জীবনে অমোঘ সত্যি এই

ভালোবাসার কোনো মানে নেই

ভালোবাসার কোনো মানে নেই

ভালোবাসার কোনো মানে নেই

ভালো-ভালোবাসার কোনো মানে নেই