menu-iconlogo
huatong
huatong
avatar

Dhono Dhanno Pushpe Bhora

Joy Shahriarhuatong
dalenob1huatong
Letra
Gravações
ধন ধান্য পুস্প ভরা

ধন ধান্যেপুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা

সে যে সপ্ন দিয়ে তৈরি

সে যে স্মৃতি দিয়ে ঘেরা

চন্দ্র সূর্য গ্রহ তারা,

কোথায় উজন এমন ধারা

কোথায় এমন খেলে তৈরি, এমন কালো মেঘে

ও তার পাখির দাকে ঘুমিয়ে

পরি পাখির ডাকে জেগে

এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি,

সে যে আমার জন্মভূমি।

ভাইয়ের মায়ের এতো স্নেহ,

কোথায় গেলে পাবে কেহ

ও মা তমার চরন দুটি, বক্ষে আমার ধরি

আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি

আমার এই দেশেতে জন্ম যেন, এই দেশেতেই মরি

এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি,

সে যে আমার জন্মভূমি।

BY HAFIZ 01711873324

Mais de Joy Shahriar

Ver todaslogo

Você Pode Gostar