menu-iconlogo
huatong
huatong
avatar

Ichchhe Holo

Kabir Sumanhuatong
momwilliams1huatong
Letra
Gravações
ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফরিং

অনিচ্ছেতেও লাফায় খালি তিরিং বিরিং

ইচ্ছে হলো এক ধরনের গঙ্গা ফরিং

অনিচ্ছেতেও লাফায় খালি তিরিং বিরিং

ইচ্ছে হলো এক ধরনের বেড়াল ছানা

মিহি গলার আবদারে সে খুব সেয়ানা

ইচ্ছে হলো এক ধরনের মগের মুল্লুক

ইচ্ছে হওয়ায় অনিচ্ছেটা ও দুলছে দুলুক

ইচ্ছে হলো এক ধরনের মগের মুল্লুক

ইচ্ছে হওয়ায় অনিচ্ছেটা ও দুলছে দুলুক

ইচ্ছে হলো এক ধরনের আতশবাজি

রাতটাকে সে দিন করে দেয় এমন পাজি

ইচ্ছে হলো এক ধরনের দস্যি মেয়ে

দুপুর বেলা দাদুর আচার ফেললো খেয়ে

ইচ্ছে হলো এক ধরনের দস্যি মেয়ে

দুপুর বেলা দাদুর আচার ফেললো খেয়ে

ইচ্ছে হলো এক ধরনের পদ্য লেখা

শব্দ সুরে ইচ্ছে করেই বাচতে শেখা

ইচ্ছে হলো এক ধরনের পদ্য লেখা

শব্দ সুরে ইচ্ছে করেই বাচতে শেখা

ইচ্ছে হলো এক ধরনের পাগলা জগায়

হঠাৎ করেই ফেলতে পারে যা খুশি তাইইই

ইচ্ছে হলো এক ধরনের স্বপ্ন আমার

ইচ্ছে হলো এক ধরনের স্বপ্ন আমার

মরবো দেখে বিশ্ব জুড়ে যৌথ খামার

Mais de Kabir Suman

Ver todaslogo

Você Pode Gostar