1part:male 2part:female
যদি ভালো ঘরের সন্তান
হয়ে থাকেন তাহলে
আমার কোনো গান কপি
করবেন না।
স্বর্নালী সঙ্গীনি গো......
এই হৃদয় আর কারো নয়
তুমি আমার ছিলে
তুমি আমার হলে
শুধু এই টুকু আমার সঞ্চয়
শুধু এই টুকু আমার সঞ্চয়
বর্নালী বন্ধু গো...
এই হৃদয় আর কারো নয়
তুমি আমার ছিলে তুমি আমার হলে
শুধু এই টুকু আমার সঞ্চয়
শুধু এই টুকু আমার সঞ্চয়
স্বর্নালী সঙ্গীনি গো...
এই হৃদয় আর কারো নয়
Composed:bd
Choice by:rayhanmahabub
This song Don't copy please
বুকে তোলপাড় ছিলো আমার
তুমি যে করে দিলে শান্ত
তুমি যে আমার হবে এবার
মন বুঝি সে কথা জানতো
সারাজীবন ধরে নিলে আপন করে
হলো তোমার আমার পরিনয়
হলো তোমার আমার পরিনয়
স্বর্নালী সঙ্গীনি গো...
এই হৃদয় আর কারো নয়
Bangla
মিউজিক কেউ রি আপলোয়েড দিবেন না
ফুলের ঝঙ্কার...
স্বপ্নের তাল...
তুমি যে ছিলে তাতে ছন্দ
কত যে আশা
মনে আমার
গোলাপে পেল গন্ধ
চিরোদিনের তরে
এলে আমার ঘরে
হারাবার নেই কোনো ভয়
হারাবার নেই কোনো ভয়
বর্নালী বন্ধু গো...
এই হৃদয় আর কারো নয়
তুমি আমার ছিলে
তুমি আমার হলে
শুধু এই টুকু আমার সঞ্চয়
শুধু এই টুকু আমার সঞ্চয়
স্বর্নালী সঙীনি গো......
এই হৃদয় আর কারো নয়
তুমি আমার ছিলে
তুমি আমার হলে
শুধু এই টুকু আমার সঞ্চয়
শুধু এই টুকু আমার সঞ্চয়
বর্নালী বন্ধু গো...
এই হৃদয় আর কারো নয়
choice by:adrotha
ধন্যবাদ সবাইকে