শিরোনামঃ দু’টি মনে লেগে গেছে জোড়া
শিল্পীঃ কনকচাঁপা ও এন্ড্রো কিশোর
সিনেমাঃ গোলাম
মেয়েঃ রু....রু...রু..রু...রু..
লা...লা... লা... লা...লা'
মেয়েঃ দু'টি মনে লেগে গেছে জোড়া...
দু'টি বুকে একই জ্বালা পুঁড়া...
প্রেম এমনই তো হয়
এমনই তো হয় প্রেম
এমনই তো হয়
এমনই তো হয়
ছেলেঃ দু'টি মনে লেগে গেছে জোড়া...
দু'টি বুকে একই জ্বালা পুঁড়া...
প্রেম এমনই তো হয়
এমনই তো হয় প্রেম
এমনই তো হয়
এমনই তো হয়
মেয়েঃ হৃদয়ে তোমার আমি বসতি গড়ে
মন চায়, চিরোদিনই থাকি...
বুকটা খোদাই করে রক্ত দিয়ে..
এ বুকে তোমার ছবি আঁকি
ছেলেঃ হৃদয়ে তোমার আমি বসতি গড়ে
মন চায়, চিরোদিনই থাকি...
বুকটা খোদাই করে রক্ত দিয়ে
এ বুকে তোমার ছবি আঁকি
মেয়েঃ এতো প্রেম নয়, ফুলেরই বাগান
তুমি যে প্রাণের ফুলও তোঁড়া
ছেলেঃ দু'টি মনে লেগে গেছে জোড়া...
দু'টি বুকে একই জ্বালা পুঁড়া...
প্রেম এমনই তো হয়
এমনই তো হয় প্রেম
এমনই তো হয়
এমনই তো হয়
মেয়েঃ ছোট্ট জীবন আর এতো বড়ো প্রেম
ফুরাবেনা এ জীবনে জানি
ওপারে গিয়ে আমি আবারও তোমায়
নেবো যে আমার কাছে টানি
ছেলেঃ ছোট্ট জীবন আর এতো বড়ো প্রেম
ফুরাবেনা এ জীবনে জানি
ওপারে গিয়ে আমি আবারও তোমায়
নেবো যে আমার কাছে টানি
মেয়েঃ তোমারই প্রেমে প্রাণটা পাতায়
আমারই জীবন যেনো মোড়া
মেয়েঃ দু'টি মনে লেগে গেছে জোড়া...
দু'টি বুকে একই জ্বালা পুঁড়া...
প্রেম এমনই তো হয়
এমনই তো হয় প্রেম
এমনই তো হয়
এমনই তো হয়
ছেলেঃ দু'টি মনে লেগে গেছে জোড়া...
দু'টি বুকে একই জ্বালা পুঁড়া...
প্রেম এমনই তো হয়
এমনই তো হয় প্রেম
এমনই তো হয়
এমনই তো হয়