menu-iconlogo
huatong
huatong
avatar

মাধবী লতা আমি | Madhobi lota ami

kanika roy/Rakib Mosabbirhuatong
umairumairhuatong
Letra
Gravações

মাধবী লতা আমি

আমি কানন বালা

তোমার গানের সুর আমি

আমি গলার মালা

দিঘির জলের রোদ আমি

আমি সাঝের বেলা

মাধবী লতা তুমি

তুমি কানন বালা

আমার গানের সুর তুমি

তুমি গলার মালা

নীল আকাশের সূর্য আমি

আমি জোছনার আলো

তোমার সাধের প্রদিপ আমি

তাই আমায় বাশো ভালো..

মাধবী লতা আমি

আমি কানন বালা

আমার গানের সুর তুমি..

তুমি গলার মালা

নদীর মাঝে ঢেউ তুমি..

তুমি মাতাল হাওয়া

এক পলকে দেখা দিয়ে

মন করেছো উতলা..

মাধবী লতা তুমি

তুমি কানন বালা

তোমার গানের সুর আমি

আমি গলার মালা

দিঘির জলের রোদ আমার

তুমি সাঝের বেলা

মাধবী লতা আমি

আমি কানন বালা

আমার গানের সুর তুমি..

তুমি গলার মালা

Você Pode Gostar