menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Bine Akul Poran

Kazi Shuvohuatong
samfbmotahuatong
Letra
Gravações
তুমি বিনে আকুল পরাণ...

তুমি বিনে আকুল পরাণ

থাকতে চায় না ঘরে রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

তুমি বিনে আকুল পরাণ...

তুমি বিনে আকুল পরাণ

থাকতে চায় না ঘরে রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

সাগরে ভাসাইয়া কুল মান...

তোমারে সঁপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ

সাগরে ভাসাইয়া কুল মান...

তোমারে সঁপিয়া দিলাম আমার দেহ মন প্রাণ

সর্বস্ব ধন করিলাম দান...

সর্বস্ব ধন করিলাম দান তোমার চরণের তরে

সোনা বন্ধু ভুইলো না আমারে

আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

আমারে ছাড়িয়া যদি যাও...

প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও

আমারে ছাড়িয়া যদি যাও...

প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা খাও

তুমি যদি আমায় কান্দাও...

তুমি যদি আমায় কান্দাও

তোমার কান্দন পরে রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

কুল মান গেলে ক্ষতি নাই আমার...

তুমি বিনে প্রাণ বাঁচেনা কি করিব আর

কুল মান গেলে ক্ষতি নাই আমার..

তুমি বিনে প্রাণ বাঁচেনা কি করিব আর

তোমার প্রেম সাগরে...

প্রেম সাগরে তোমার করিম যেন ডুবে মরে

সোনা বন্ধু ভুইলো না আমারে

আমি এই মিনতি করি রে এই মিনতি করি রে

সোনা বন্ধু ভুইলো না আমারে

Mais de Kazi Shuvo

Ver todaslogo

Você Pode Gostar