menu-iconlogo
huatong
huatong
avatar

Ek Mohakal Betha

khalid খালিদhuatong
সোহাগ(আর্ক)huatong
Letra
Gravações
ফেসবুকঃ পাগলা মানুষ

এক মহাকাল ব্যথা

এক মহাকাল ব্যথা

রেখেছে যে বুকের পাঁজরে

ব্যথা কি বোঝাও তুমি তারে

হুমম ব্যথা কি বোঝাও তুমি তারে।

এক মহাকাল ব্যথা

এক মহাকাল ব্যথা

রেখেছে যে বুকের পাঁজরে

ব্যথা কি বোঝাও তুমি তারে

হুমম ব্যথা কি বোঝাও তুমি তারে।

༻༺Leͥgeͣnͫd༻༺

আমার গান তুমি

আমাকেই শেখালে

আমার কবিতা তুমি

আমাকেই বোঝালে

আমার গান তুমি

আমাকেই শেখালে

আমার কবিতা তুমি

আমাকেই বোঝালে

ঘুম ভাঙানিয়া সুরে

যে তোমায় জাগালো

চোখ মেলে অপরাধী

বলো গো তারে।

জিতেও যে নিজে নিজে হারে।

ব্যথা কি বোঝাও তুমি তারে।।

হুমম ব্যথা কি বোঝাও তুমি তারে।

জীবন হেমন্তে হলুদ ঝরাপাতা

রিদয়ের স্বরলিপি বোঝায় আমাকে তা।

জীবন হেমন্তে হলুদ ঝরাপাতা

রিদয়ের স্বরলিপি বোঝায় আমাকে তা।

মন রাঙানিয়া প্রেমে

যে তোমায় ভাসালো।

ভালবাসাহিন করে

গেলেই তারে।

জিতেও যে নিজে নিজে হারে

ব্যথা কি বোঝাও তুমি তারে

হুমম ব্যথা কি বোঝাও তুমি তারে।

এক মহাকাল ব্যথা

এক মহাকাল ব্যথা

রেখেছে যে বুকের পাঁজরে

ব্যথা কি বোঝাও তুমি তারে

হুমম ব্যথা কি বোঝাও তুমি তারে।

সোহাগ (আর্ক)

এক মহাকাল ব্যথা

এক মহাকাল ব্যথা

রেখেছে যে বুকের পাঁজরে

ব্যথা কি বোঝাও তুমি তারে

হুমম ব্যথা কি বোঝাও তুমি তারে।

হুমম ব্যথা কি বোঝাও তুমি তারে।

হুমম ব্যথা কি বোঝাও তুমি তারে।

Mais de khalid খালিদ

Ver todaslogo

Você Pode Gostar