menu-iconlogo
huatong
huatong
khalid-hasan-millu--cover-image

️যে প্রেম স্বর্গ থেকে এসে ️

Khalid Hasan Milluhuatong
shawty1serioushuatong
Letra
Gravações
যে প্রেম স্বর্গ থেকে এসে

জীবনে অমর হয়ে রয় ...

যে প্রেম স্বর্গ থেকে এসে

জীবনে অমর হয়ে রয় ...

সেই প্রেম আমাকে দিও

জেনে নিও

তুমি আমার

তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়...

তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়...

তুমি আর আমি আর কেউ নাই

এমন একটা যদি পৃথিবী হয়

মিলনের সুখে ভরে যায় বুক

যেখানে আছে শুধু সুখ আর সুখ

সেই সুখ আমাকে দিও

জেনে নিও

তুমি আমার

তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়...

তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়...

চাইনা কিছুই তো জীবনে আর

তোমার মুখটা যদি দেখি একবার

এ জীবন করেছ কত যে মধুর

হৃদয়ে কত গান কত যে সুর

সেই সুর আমাকে দিও

জেনে নিও

তুমি আমার

তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়...

তুমি আমার প্রাণের চেয়ে প্রিয় ..

Mais de Khalid Hasan Millu

Ver todaslogo

Você Pode Gostar