menu-iconlogo
logo

ও আমার বন্ধু গো

logo
Letra
ও আমার বন্ধুগো

চিরসাথী পথ চলার

তোমার জন্য গড়েছি আমি

মঞ্জিল ভালবাসার

ও আমার বন্ধুগো

চিরসাথী পথ চলার

তোমার জন্য গড়েছি আমি

মঞ্জিল ভালবাসা

একসাথে রয়েছি দুজন

একই ডরে বাধা দুটি প্রাণ

ছিড়বে না কভু এই বাধন

আসলে আসুক তুফান

একসাথে রয়েছি দুজন

একই ডরে বাধা দুটি প্রাণ

ছিড়বে না কভু এই বাধন

আসলে আসুক তুফান

তুমি আমারি বলব শতবার

ও আমার বন্ধুগো

চিরসাথী পথ চলার

তোমার জন্য গড়েছি আমি

মঞ্জিল ভালবাসা

হাত দুটি ধরেছি তোমার

মানবনা কোনো বাধা আজ

শুনবনা কারো কথা যে আজ

মন্দ বলুক সমাজ

হাত দুটি ধরেছি তোমার

মানবনা কোনো বাধা আজ

শুনবনা কারো কথা যে আজ

মন্দ বলুক সমাজ

তুমি আমারি হায় বলব শতবার

ও আমার বন্ধুগো

চিরসাথী পথ চলার

তোমার জন্য গড়েছি আমি

মঞ্জিল ভালবাসা

ও আমার বন্ধুগো

চিরসাথী পথ চলার

তোমার জন্য গড়েছি আমি

মঞ্জিল ভালবাসা