menu-iconlogo
huatong
huatong
khurshid-alam--cover-image

এ আকাশ কে সাক্ষাী রেখে

Khurshid Alamhuatong
pchrln215huatong
Letra
Gravações
এ আকাশ কে সাক্ষি রেখে

খুরশিদ আলম

এ আকাশ কে সাক্ষি রেখে

এ বাতাস কে সাক্ষি রেখে

তোমাকে ভেসেছি ভালো

তুমি মোর নয়নের আলো

এ আকাশ কে সাক্ষি রেখে

এ বাতাসে কে সাক্ষি রেখে

তোমাকে ভেসেছি ভালো

তুমি মোর নয়নের আলো

এ আকাশ কে সাক্ষি রেখে ...

এ জীবন যাবে হেসে খেলে

বধু ভেসে তোমায় কাছে পেলে...

এ জীবন যাবে হেসে খেলে

বধু ভেসে তোমায় কাছে পেলে

আমি থাকবো তোমারই হয়ে

এই মনও বলে আজ দেখে

এই মনও বলে আজ দেখে

এ আকাশ কে সাক্ষি রেখে

এ বাতাস কে সাক্ষি রেখে

তোমাকে ভেসেছি ভালো

তুমি মোর নয়নের আলো

এ আকাশ কে সাক্ষি রেখে ..

বড় একা ছিলাম পৃথিবীতে

এলে শূন্য হৃদয় ভরে দিতে...

বড় একা ছিলাম পৃথিবীতে

এলে শূন্য হৃদয় ভরে দিতে

আমি ধন্য তোমায় কাছে পেয়ে

তুমি থাকবে আমার সুঃখে দুঃখে

তুমি থাকবে আমার সুঃখে দুঃখে

এ আকাশ কে সাক্ষি রেখে

এ বাতাস কে সাক্ষি রেখে

তোমাকে ভেসেছি ভালো

তুমি মোর নয়নের আলো

এ আকাশ কে সাক্ষি রেখে

এ বাতাস কে সাক্ষি রেখে

তোমাকে ভেসেছি ভালো

তুমি মোর নয়নের আলো

Mais de Khurshid Alam

Ver todaslogo

Você Pode Gostar