ও ছেড়োনা ছেড়োনা হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
ছেড়োনা ছেড়োনা হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
ও তুমি ছাড়া বল ওগো
ও তুমি ছাড়া বল ওগো
কে আর আমার আছে গো সুজন
থাক আমার কাছে
ছেড়োনা ছেড়োনা হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
আমায় তুমি দাও রাঙিয়ে রামধনুকের রঙে
মনের ময়ুর ছড়াক পাখা তোমার চলার ঢঙে
ও আমায় তুমি দাও রাঙিয়ে রামধনুকের রঙে
মনের ময়ুর ছড়াক পাখা তোমার চলার ঢঙে
আমার খুশির ঝিলিক তোমার
আমার খুশির ঝিলিক তোমার
জল চুড়ির ঐ কাঁচে গো কন্যা
থাক আমার কাছে
আহ ছাইড়না ছাইড়না হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
Request my dear lovly bro and sis
একচোখে সূর্য তুমি চন্দ্র আরেক চোখে
তোমার বাঁশি নেয়যে ডেকে আমায় স্বপ্নলোকে
একচোখে সূর্য তুমি চন্দ্র আরেক চোখে
তোমার বাঁশি নেয়যে ডেকে আমায় স্বপ্নলোকে
ও প্রথম প্রেমের কলি তুমি
ও প্রথম প্রেমের কলি তুমি
আমার কদম গাছে গো সুজন
থাক আমার কাছে
ছাইড়না ছাইড়না হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
এক সুরে সুর মিলিয়ে তুমি আমি দুজন
সারাজীবন প্রেমের নীড়ে করব কুহু কুজন
এক সুরে সুর মিলিয়ে তুমি আমি দুজন
সারাজীবন প্রেমের নীড়ে করব কুহু কুজন
আমার মনের নীল সাগরে
ও আমার মনের নীল সাগরে
সুখের ই ঢেউ নাচে গো সুজন
থাক আমার পাশে
ছেড়োনা ছেড়োনা হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
ও তুমি ছাড়া বল ওগো
ও তুমি ছাড়া বল ওগো
কে আর আমার আছে গো সুজন
থাক আমার কাছে
ছেড়োনা ছেড়োনা হাত
দেব না দেব না গো যেতে
থাক আমার কাছে
থাক আমার কাছে