M:তোমার হাওয়ায় উড়া চুল
কানে রঙিন দুল
মিষ্টি যত ভুল
ভালো লাগে আমার
F:তোমার অবুঝ অভিমান
মায়ার পিছুটান
প্রিয় মৃদু ঘ্রাণ
ভালো লাগে আমার
M:আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
F:পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
M:পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
M:তুমি আছো হৃদয়ে
সবটা জুড়ে
তোমার ছায়া আমায়
রাখে ঘিরে
F:যত আসুক বাঁধা
নামুক আঁধার
ছিন্ন হবে না প্রেম
তোমার আমার
আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
M:পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
F:পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
M:জোসনার আচ্ছা যে
তোমারই আলোয়
হৃদয় জুড়ে নামে
সুখেরই প্রলয়
F:একটাই পৃথিবী
তুমি জীবন আমার
তোমার মত প্রিয়
কেউ তো নেই আর
M:আজ থেকেই আমি শুধু যে তোমার
তুমি ছাড়া মন অসহায়
F:পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
M:পাশে থেকো চিরদিন
ভুলোনা আমায়
ভুলোনা আমায়
ভুলোনা আমায়