menu-iconlogo
huatong
huatong
avatar

বসন্ত এসে গেছে

Lagnajita Chakrabortyhuatong
সুদীপ_মজুমদারhuatong
Letra
Gravações
বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা

কারা যে ডাকিল পিছে! বসন্ত এসে গেছে

মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই

মরমে উঠিল বাজি; বসন্ত এসে গেছে

থাক তব ভুবনের ধুলিমাখা চরণে

মথা নত করে রব, বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে।।

গগনের নবনীলে মনের গোপনে

বাজে ঐ, বাজে ঐ, বাজে ঐ

পলাশের নেশা মাখি চলেছি দু’জনে

বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে

কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে

পূর্ণিমা রাতে ঐ ছোটছুটি করে কারা!

দখিনা পবনে দোলে, বসন্ত এসে গেছে

কেমনে গাঁথিব মালা, কেমনে বাজিবে বেণু

আবেগে কাঁপিছে আঁখি, বসন্ত এসে গেছে

এই বসন্তে অনেক জন্ম আগে

তোমায় প্রথম দেখেছিলেম আমি

হেঁটেছিলেম নিরুদ্দেশের পানে

সেই বসন্ত এখন ভীষণ দামী

আমার কাছে, তোমার কাছে, আমার কাছে

বসন্ত এসে গেছে।।

থাক তব ভুবনের ধুলিমাখা চরণে

মথা নত করে রব, বসন্ত এসে গেছে

বসন্ত এসে গেছে।।

বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে।

Mais de Lagnajita Chakraborty

Ver todaslogo

Você Pode Gostar